১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:১০

কেরাণীগঞ্জে ছাপাখানায় আগুন নিয়ন্ত্রণচেষ্টায় ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জে হাসান বুক ডিপোর ছাপাখানা ও জননী কুরিয়া সার্ভিসের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।
শনিবার বিকালে ৪টার দিকে টেকুরিয়ার চৌরাস্তার পাশে ঝিলমিল আবাসন প্রজেক্টের ভিতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।
ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ চন্দ্র বর্মন জানান, আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন কোরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও র‌্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর মঞ্জুর মোর্শেদ।

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৬:৫৬ অপরাহ্ণ