১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

আমির-ক্যাটরিনার ‘থাগস অফ হিন্দুস্তান’ এর লুক ফাঁস

বিনোদন ডেস্ক:

নিশ্ছিদ্র নিরাপত্তা। মাছি গলাও অতি দুষ্কর ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। যা হওয়ার তাই হল। ‘আমির স্যার’-এর কড়া নির্দেশ সত্ত্বেও ‘থাগস অফ হিন্দুস্তান’-এর শুটিংয়ের ছবি ফাঁস হয়েই গেল। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

ক্যাটরিনা কাইফের একটি ফ্যানপেজ মারফত এ ছবি সম্প্রতি নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে। ছবিতে সোনালি পোশাকে ফ্লোরে নিজের শটের জন্য অপেক্ষা করছেন ক্যাট। ছবির টাইটেল ট্র্যাকের জন্য এ দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হচ্ছে। ক্যাটের এ লুক ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। অপেক্ষা ছিল আমিরের লুকটি দেখার। তাও দেখা গেল প্রায় একই সময়। আমির খানের একটি ফ্যানপেজ থেকে ছবিটি আপলোড করা হয়েছে। সঙ্গে রয়েছেন মিস্টার পারফেকশনিস্টের ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখ। ‘থাগস’দের পোশাকেই রয়েছেন দু’জনে। ছবি দেখেই বোঝা যাচ্ছে আমির-ফাতিমা জুটিও গানের দৃশ্যই শুট করছেন।

কিছুদিন আগেই বিগ বি অমিতাভ বচ্চনের ‘থাগস অফ হিন্দুস্তান’ লুক ফাঁস হয়েছিল। তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ঘটনায় বেজায় চটেছিলেন আমির। শোনা গিয়েছিল, এ ঘটনার পরই ফ্লোরে কড়া নির্দেশ দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। জানিয়ে দিয়েছিলেন, শুটিং ফ্লোরের কোনও ছবি যেন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় ফাঁস না হয়। কিন্তু তা আর হল কই! কেবল আমিরেরই নয়, ক্যাটরিনা ও ফাতিমার ছবিও প্রকাশ্যে চলে এল। এতে অবশ্য ক্ষতির কিছু নেই। কারণ কয়েকটি ছবি ফাঁস হওয়াতে আমিরের ছবির অপেক্ষা কোনওভাবেই কমেনি বরং তা বেড়ে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ