বিনোদন ডেস্ক:
এবার কি যোগগুরু রামদেবকে নিয়ে সিনেমা তৈরি করা হবে? এমন গুঞ্জনই শুরু হয়েছে বলিউডের অন্দরে। রামদেবের চরিত্রে অভিনয়ের জন্য যোগগুরুর কাকে পছন্দ? সম্প্রতি রামদেবের একটি সাক্ষাত্কারের সময় হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানে রামদেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, যোগগুরু যা বলেন, তাতে চমকে উঠবেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
রামদেব বলেন, বলিউডে কম বেশি সবাই ভাল অভিনয় করেন। সব অভিনেতার কাজই তার ভাল লাগে। কিন্তু, কখনও যদি তার জীবনী তৈরি হয়, সেখানে তিনি রণবীর সিংকে চাইবেন। রণবীরই যোগগুরুর চরিত্রে সবচেয়ে ভাল অভিনয় করতে পারবেন বলেও মনে করেন পতঞ্জলি প্রণেতা। যদিও এ বিষয়ে রণবীর সিং কিন্তু তার মতামত কখনও প্রকাশ করেননি। তবে যোগগুরুর জীবনী নিয়ে সিনেমা তৈরি হলে সেখানে রণবীর সিংকে দেখা যাবে না অন্য কাউকে, সে বিষয়েও খোলসা করে জানা যায়নি কিছু।
এদিকে ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের পর থেকেই রণবীর সিংকে নিয়ে বলিউডে জোর জল্পনা শুরু হয়েছে। ‘পদ্মাবত’ তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা বলেও দাবি করেছেন রণবীর।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

