২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৩

তাদের ভালোবাসা অবিরাম

বিনোদন ডেস্ক :

হেঁটে যাচ্ছেন অভিনেত্রী তাসনুভা তিশা। পেছন থেকে দৌড়ে এসে তার পথ রোধ করে অভিনেতা শ্যামল মাওলা। তড়িঘড়ি করে শ্যামল বলেন, ‘তোমার নাম?’ কোনো জবাব না দিয়ে তিশা আবার হাঁটতে থাকেন। আবার শ্যামল বলেন, ‘তোমার ফোন নম্বরটা দাও। ফেসবুক আইডি.. তোমার সাথে।’ দৃশ্যটি ‘ভালোবাসা অবিরাম’ নাটকের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহজাহান সোহাগ।
নাটকের গল্প প্রসঙ্গে শাহজাহান সোহাগ বলেন, ‘ক্যাম্পাস থেকে ফেরার পথে হঠাৎ চিত্রাকে দেখে হিমেল। তারপর প্রায়ই চিত্রাকে খুঁজে বেড়ায়। খুঁজেও পায় কিন্তু কিছু বলতে পারে না। একা একা চিত্রাকে নিয়ে স্বপ্ন দেখে। এভাবে ছয় মাস কেটে যায়। এদিকে প্রতিবেশী রুপা আবার হিমেলের প্রতি অনুরক্ত। হিমেলের মাও রুপাকে বেশ পছন্দ করে। রুপার বাবা অন্য ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করলে, রুপা তার মনের কথা হিমেলকে জানায়। ইতোমধ্যে হিমেল চিত্রার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। এরপর হিমেল রুপার অন্যরকম একটা সত্য জানতে পারে। তারপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’ নাটকটির হিমেল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। চিত্রা চরিত্রে দেখা যাবে তাসনুভা তিশাকে। রুপা চরিত্রটি রূপায়ন করেছেন আয়াত।
নাটক প্রসঙ্গে নির্মাতা শাহজাহান সোহাগ আরো বলেন, ‘রোমান্টিক একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। ভালোবাসার গল্পে একই রকম একটি বিষয় থাকে। তবে আমি এই গল্পটি একটু ভিন্নভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকের হৃদয় স্পর্শ করবে।’
সম্প্রতি নগরীর পুরান ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে এটি জিটিভিতে বিরতিহীনভাবে প্রচারিত হবে বলেও জানান নির্মাতা সোহাগ।

 

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৯:৫৪ পূর্বাহ্ণ