নিজস্ব প্রতিবেদক:
এবারের অমর একুশে বইমেলায় রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল শুক্রবার। মেলায় গত ৮ দিনের থেকে সর্বোচ্চ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গতকাল যেন জনশূন্য মেলা দেখতে হয়েছে প্রকাশকদের। অলস সময় পার করেছেন বিক্রয়কর্মীরা। হতাশ ছিলেন প্রকাশকরাও। কিন্তু আজ বিকেলে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে বইমেলায়। জানতে চাইলে চিলড্রেন্স বুকস কর্ণারের স্বত্বাধিকারী জুগল সরকার বলেন, ‘দর্শনার্থী বেড়েছে। বেচাকেনাও খারাপ না।’
অন্য প্রকাশের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা আলা উদ্দিন টিপু বলেন, ‘দর্শনার্থী অনেক বেড়েছে। গতকাল দর্শনার্থী ছিলই না। তবে আজকে দর্শনার্থীদের যে ভিড় সে অনুযায়ী বেচাকেনা কম। আশা করছি আগামী দিন থেকে ভালোই হবে।’
মেলায় ঘুরতে আসা ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ‘আতঙ্ক গতকাল ছিল কিন্তু আজকে বাইরের পরিবেশ দেখে স্বাভাবিকই মনে হয়েছে। মেলার পরিবেশ ভালো লাগছে। বেশ কয়েকটি বই কেনার টার্গেট আছে। সেগুলো কেনার চেষ্টা করব।’
দৈনিক দেশজনতা /এন আর