১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অপু ও বাপ্পী

বিনোদন ডেস্ক:

শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় তারকা অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাদের।

সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস, প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড (আরটিভি)।

বৃহস্পতিবার আরটিভির কার্যালয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন অপু ও বাপ্পী। অন্যদিকে আরটিভির পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খানসহ আরটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর মাধ্যমে অনেকদিন পর সিনেমায় ফিরছেন অপু। এর আগে বাপ্পীর সঙ্গে ‘কাঙাল’ ও ‘কানাগলি’তে অভিনয়ের কথা শোনা গেলেও পরে তিনি সরে দাঁড়ান।

দেবাশীষ পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায় ২০০১ সালে। ব্যবসাসফল সিনেমাটিতে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। সেই সিনেমার সিক্যুয়াল হলেও একদম নতুন কাহিনিতে নির্মিত হবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ