১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

বাংলাদেশের ইনিংস ১১০ রানেই শেষ

স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রাম টেস্টের শেষ দিনে দারুণ দায়িত্বশীল এক ইনিংস খেলেছিলেন লিটন কুমার দাস। তাই তার কাছে প্রত্যাশার পারদটা কিছুটা হলেও বেড়েছে টাইগারদের। সঙ্গে ছিলেন তরুণ মেহেদী হাসান মিরাজ। শুক্রবারও তাকিয়ে ছিল তাদের ব্যাটেই। কিন্তু মিরাজ পারলেও পারেননি লিটন। আউট হয়েছেন কি শট খেলে নিজেও বলতে পারবেন না। এরপর তার সঙ্গে উইকেট হারানোর মিছিলে যোগ দিলেন বাকি ব্যাটসম্যানরাও। তাকিয়ে তাকিয়ে দেখলেন মিরাজ। ১১০ রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতেই বড় চাপে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরুও করেছে লঙ্কানরা। ২ ওভারে ৯ রান তুলে লাঞ্চবিরতিতে গিয়েছে দলটি। দিমুথ করুনারত্নে ৬ ও কুশল মেন্ডিস ৩ রানে অপরাজিত আছেন। তাদের লিড এখন ১২১ রানের।

এর আগে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ৫৬ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দলের স্কোর ১৭ রান যোগ করতেই যেন অলসতায় পেয়ে বসে লিটনকে। ঠিক কি শট খেলেছেন বলতে পারবেন না নিজেও। ক্রিকেটিয় ব্যাখ্যায়ও নেই। জায়গায় দাঁড়িয়ে ঝাড়ুর বারির মতো কিছু একটা করে যেন বাইরের বলকে উইকেটে এনে বোল্ড হলেন। ২৫ রানে শেষ তার ইনিংস। আর তাতেই চাপে পড়ে যায় টাইগাররা।

সে চাপ উদ্ধারে বাংলাদেশ তাকিয়ে ছিল অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাটের দিকে। মিরাজের সঙ্গে ৩২ রানের ছোট একটি জুটিও গড়েছিলেন। দল পার করে শতরানের কোটা। কিন্তু এরপরই যেন সব বুমেরাং। দলীয় ১০৭ রানে আউট হন অধিনায়ক। অফ স্টাম্পের বাইরে থাকা বল এক পা এগিয়ে রক্ষণাত্মক ঢঙেই খেলতে চেয়েছিলেন রিয়াদ। তবে শেষ রক্ষা হয়নি। স্পিন করে বল আঘাত হানে উইকেটে।

মাহমুদউল্লাহ আউট হওয়ার পর দলের শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন সাব্বির। কিন্তু ড্রাইভ করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন তিনি। কিছুটা নিচু হয়েছিল। তবে তা লুফে নিতে কোন আসুবিধাই হয়নি লঙ্কান দলপতি দিনেশ চান্দিমালের। সাব্বির আউট হওয়ার পর বেশিক্ষণ থাকতে পারেননি রাজ্জাকও। আকিলা ধনাঞ্জয়ার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন চার বছর পর একাদশে সুযোগ পাওয়া এ ক্রিকেটার।

তবে তাইজুল ইসলাম নিজের ভাগ্যকে কিছুটা দুষতে পারেন। তার শট লেগে দাঁড়ানোর ফিল্ডারের হাতে গেলে তড়িৎ থ্রোতে রানআউট হন তিনি। এরপর এলবিডাব্লিউর ফাঁদে পরে বিদায় নেন মোস্তাফিজুর রহমান। স্কোর বোর্ডে ৩ রান তুলতেই আউট হন শেষ ৫ ব্যাটসম্যান। ফলে ১১২ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ।

একপ্রান্তে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলো না মিরাজের। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলছিলেন ৩৮ রানের ইনিংস। এদিন দুই অঙ্কের কোটা ছুতে পেরেছেন কেবল অধিনায়ক মাহমুদউল্লাহই। ১৭ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমাল ও অভিষিক্ত স্পিনিং অল রাউন্ডার আকিলা ধনাঞ্জয়া। ২টি উইকেট পেয়েছেন দিলরুয়ান পেরেরা।

সংক্ষিপ্ত স্কোর :

দ্বিতীয় দিন লাঞ্চবিরতি পর্যন্ত

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ২২২/১০ (৬৫.৩ ওভার) (কুশল মেন্ডিস ৬৮, করুনারত্নে ৩, ধনাঞ্জয়া ডি সিলভা ১৯, গুনারত্নে ১৩, চান্ডিমাল ০, রোশেন ৫৬, ডিকভেলা ১, দিলরুয়ান ৩১, ধনাঞ্জয়া ২০, হেরাথ ২, লাকমাল ৪*; মিরাজ ০/৫৪, রাজ্জাক ৪/৬৩, তাইজুল ৪/৮৩, মোস্তাফিজ ২/১৭)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ১১০ (৪৫.৪ ওভার) (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১, মোস্তাফিজ ০; লাকমাল ৩/২৫, দিলরুয়ান ২/৩২, আকিলা ৩/২০, হেরাথ ০/৩১)।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ৯/০* (২ ওভার) (করুনারত্নে ৬*, মেন্ডিস ৩*; রাজ্জাক ০/৫, মোস্তাফিজ ০/৪)।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ১১:৩৬ পূর্বাহ্ণ