১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি সোনাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

ব্লেজার, জুতা ও মোবাইল কাভারে বিশেষ কায়দায় আনা পাঁচ কেজি ৮শ’ গ্রাম (৩১টি বার) সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফেনী ফুলগাজী থানার কেরামত আলী (৫৮) ও ঢাকার কদমতলীর লোকমান (৫৮)। তারা বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শাহজালালে অবতরণ করেন। মামলার পর আজ শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় কেরামত ও লোকমানকে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার শুল্ক গোয়েন্দা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক এক যাত্রী নিজের ব্লেজারের কলারের নিচে সেলাই করে লুকানো অবস্থায় ২৮ পিস (২ কেজি ৮শ’ গ্রাম) এবং অন্যজন দুটি জুতা ও একটি মোবাইল কাভারের ভেতরে তিন পিস (৩ কেজি) স্বর্ণ আনেন।

এতে বলা হয়, যাত্রীরা ডমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা স্বর্ণ বহনের কথা স্বীকার করেন।

শুল্ক গোয়েন্দারা ধারণা করছে, আকাশপথেই ব্যাংকক থেকে আগত কোনো যাত্রী থেকে আটকদের কাছে এই স্বর্ণ হস্তান্তর করা হয়েছে।

আনুমানিক ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের স্বর্ণগুলো জব্দের পাশাপাশি লোকমান ও কেরামত আলীকে শুল্ক আইনে গ্রেফতার দেখনো হয়েছে। পরে শুক্রবার ভোরে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করে পরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ১১:৩২ পূর্বাহ্ণ