বিনোদন ডেস্ক:
ইনস্টাগ্রামে ফাঁস হলো ক্যাটরিনা কাইফের খোলামেলা ছবি। এমনভাবে নায়িকাকে আগে কখনও দেখেননি। তাই শোরগোলও উঠেছে বেশ। খবরটি দিল কলকাতার পত্রিকা এবেলা।
কখনও শিলা, কখনও চিকনি চামেলি, আবার কখনও কমলি— বিভিন্ন রূপে নাচের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন ক্যাট। এবার ‘থাগস অফ হিন্দুস্তান’-এ অন্য অবতারে নাচতে দেখা যাবে তাকে। আমির খান অভিনীত এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির একটি গানের শুটিং-এ ক্যাটরিনার বেশ কিছু ছবি ফাঁস হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। এই গানে ক্যাটরিনাকে দেখা যাবে একেবারে অন্য রূপে।
এই গানে একটি সোনালি রংয়ের পোশাকে দেখা যাবে অভিনেত্রীকে। আর এই পোশাকেও সব সময়ের মতোই লাস্যময়ী দেখাচ্ছে তাকে। খোলামেলা এই সোনালি রংয়ের পোশাকে ক্যাটরিনার ছবিগুলি ফাঁস করেছে তারই কয়েকটি ফ্যানক্লাব। ছবিগুলো দেখে ইতিমধ্যেই কুপোকাৎ হয়েছেন ক্যাটের ভক্তরা। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির।
উল্লেখ্য, এই ছবিতে আমির খান ও ক্যাটরিনা কাইফ ছাড়া রয়েছেন অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা শেখ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

