১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৯

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের মো. দেলোয়ার হোসেন ও সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের জামায়াত কর্মী মো. কামরুল আকবরকে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ