নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে শুক্রবার বিকেলে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছে।
পরের দিন শনিবার কক্সবাজার থেকে বরিস জনসন মিয়ানমার সফরে যাবেন বলে ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা ইস্যু এবং যুক্তরাজ্য সরকার কর্তৃক বাংলাদেশ বিমানের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া তার সফরে ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্ব পাবে।
প্রসঙ্গত, সম্প্রতি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে প্রস্তাব উত্থাপন করেছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ