১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

এবার নিরব-জলির ‘অফিসার রিটার্নস’

বিনোদন ডেস্ক:

গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘গেইম রিটার্নস’ এর মায়া তার নতুন চমক ‘অফিসার রিটার্নস’ নিয়ে হাজির হচ্ছেন। তিনি নায়ক নিরব হোসেন। গেল রবিবার ছবিটিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চিত্রনায়িকা জলিকে নিয়ে নিরব জুটি বাঁধছেন এখানে। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। নায়ক নিরব বলেন, আমাকে এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। দায়িত্ব পালনে সবসময় রাফ অ্যান্ড টাফ। ছবির গল্পটি আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে অফিসার রিটার্নস।
আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘অফিসার রিটার্নস’ ছবির মহরত অনুষ্ঠিত হবে এফডিসির ঝর্ণা শুটিং স্পটে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ছবির শুটিং হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা।
দৈনকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৩:৪৭ অপরাহ্ণ