২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৯

এবার উত্তরপত্রসহ প্রশ্ন ফাঁস!

নিজস্ব প্রতিবেদক:

বাংলা প্রথম ও দ্বিতীয়, ইংরেজি প্রথম পত্রের পর দ্বিতীয় পত্রের প্রশ্ন উত্তরপত্রসহ ফাঁস হয়েছে। বুধবার পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টা খানেক অাগে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পরে ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন।পরীক্ষা শেষে অাজকের প্রশ্নের সাথে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাওয়া ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। এর ফলে দেশের সর্ববৃহৎ এই সাধারণ পরীক্ষার এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নই ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেলো।

বুধবার পরীক্ষা শুরুর অাগে সকাল ৯টা ১২ মিনিটে ইংরেজি দ্বিতীয় পত্রের ‘খ’ সেটের গাঁদা প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে পাওয়া গেছে। এরপর সকাল ৯টা ২৬ মিনিটে ফেসবুকের মেসেঞ্জারে উত্তরপত্রসহ প্রশ্ন ছাড়া হয়। পরীক্ষা শেষে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সাথে পরীক্ষা নেয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

এর আগে শনিবার অনুষ্ঠিত এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়। পরীক্ষার দেড় ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন। যা পরে অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সেটির হুবহু মিল পাওয়া গেছে।

এরআগে গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্রের ‘খ’ সেটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার আগে সকাল নয়টা ২৯ মিনিটের দিকে উত্তরসহ প্রশ্নপত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ফেসবুকে ছড়ানো প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নের মিল নেই। বিষয়টি মিথ্যা এবং গুজব। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে বলেও ঘোষণা দেন তিনি। চলতি বছর এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়াও বিদেশে অবস্থিত মোট ৮টি কেন্দ্রে ৪৫৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৩:৪৭ অপরাহ্ণ