১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

বিএন‌পির অন্তিমকাল শুরু বৃহস্পতিবার: কামরুল

নিজস্ব প্রতিবেদক:

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেত্রী খা‌লেদা জিয়ার রায় ঘি‌রে বিএন‌পি য‌দি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে আগা‌মীকালই (বৃহস্পতিবার) হবে তা‌দের অন্তিমকাল। বুধবার জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ মু‌ক্তি‌যোদ্ধা মহা‌জো‌ট আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তি‌নি একথা বলেন। কামরুল ইসলাম ব‌লেন, ‘আমরা স্পষ্ট করে বলছি বিএন‌পি এক‌টি সন্ত্রাসী দল। তারা আন্তর্জা‌তিক স্বীকৃত সন্ত্রাসী দল। তাদের অতীত চ‌রিত্র থে‌কে আমরা বল‌তে পা‌রি রায় তা‌দের প‌ক্ষে বা বিপ‌ক্ষে যেটাই যাক দলটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে।’

খালেদা জিয়া অহেতুক সিলেটে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো সমাবেশ ছিল না খালেদা জিয়ার। তিনি শুধু উসকানি দেয়ার জন্য সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন।’ তিনি বলেন, ‘আমরা পাল্টা কোনো কর্মসূচি দি‌তে চাই না। জনগণের নিরাপত্তার জন্য মু‌ক্তি‌যোদ্ধারা মা‌ঠে থাক‌বে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব।’ আয়োজক সংগঠনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংগঠনের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, মহাসচিব নাজমুল হাসান পাখি প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৩:৩৯ অপরাহ্ণ