১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

রাজনীতির মঞ্চে থাকবেন অপু

বিনোদন প্রতিবেদক :

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকাই চলচ্চিত্রে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছু দিন চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।

তবে আবারো চলচ্চিত্রাঙ্গনে সরব হচ্ছেন অপু। দীর্ঘদিন পর আবারো সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হবেন তিনি। বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ শিরোনামের সিনেমার সংবাদ সম্মেলনে এ চিত্রনায়িকাকে দেখা যাবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বুলবুল বিশ্বাস।

ঈদে মুক্তি পাবে ‘রাজনীতি’ সিনেমাটি। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এতেই উপস্থিত থাকবেন অপু। এ প্রসঙ্গে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘চলচ্চিত্র থেকে দৃশ্যমান দূরে থাকলেও চলচ্চিত্রের সকল খবর কিন্তু নিয়মিত রাখছি। অনেক দিন পর সিনেমার প্রেস কনফারেন্সে আসছি। বিষয়টা ভালোই লাগছে। আর সিনেমায় এখন থেকে নিয়মিত হচ্ছি।’

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ।  রাজনীতি সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান।

শাকিব-অপুর সঙ্গে এ সিনেমায় রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এ ছাড়া আরো অভিনয় করেছেন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ। বিগ বাজেটের এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। সিনেমাটি ৩০ এপ্রিল বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ২:৩৮ অপরাহ্ণ