১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

হাতির পিঠে অভিনেত্রী মেহজাবিন

বিনোদন ডেস্ক:

নেহারিকা (মেহজাবিন) পড়ালেখা শেষ করে দেশে ফিরছেন নিউইয়র্ক থেকে। এখানে দাদার বাড়িতে উঠবেন। কারণ তার বাবা মা কেউই বেঁচে নেই। দেশে ফিরে তার দায়িত্ব অনেক। একমাত্র সন্তান হিসেবে সে তার বাবা’র পুরো সম্পদের মালিকনা পেতে যাচ্ছেন। এদিকে হাতি দিয়ে টাকা উঠানো হাতির পিঠে চড়তে তার বায়না হয়। দাদার বাড়ির লোকজন তা পূরণ করতে চেষ্টা করেন। আর সেই সময়তেই বিপত্তি ঘটে…।
মেহজাবিন জানান, হাতির পিঠে আমি প্রথম উঠেছি। এটা আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা। এ স্মৃতি তার সারাজীবন মনে থাকবে। এমন ঘটনাটি ঘটেছে চ্যানেল আই এর জন্য নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘ছবির প্রতিচ্ছবি’তে। ফয়েজ রেজার রচনা ও পরিচালনায় এটি প্রচার হবে ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে।
দৈনকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ