নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় গ্রীনল্যান্ড লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় বুধবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। দুপুর দেড়টার দিকে কারখানার ৩য় তলায় আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিয়ট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

