২৫শে জানুয়ারি, ২০২৬ ইং | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় গ্রীনল্যান্ড লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় বুধবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। দুপুর দেড়টার দিকে কারখানার ৩য় তলায় আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিয়ট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ২:৫১ অপরাহ্ণ