নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর বকশীবাজারের ঢাকা আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হবেন। খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত রায় ঘোষণা জন্য বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আদালতে আসবেন বেগম খালেদা জিয়া। এদিন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

