১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

খালেদা জিয়ার রায় ঘিরে বেলজিয়াম বিএনপির বিক্ষোভ

দৈনিক দেশজনতা ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে মঙ্গলবার ইউরোপিয়ান কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বেলজিয়াম শাখা বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। পুরনো ঢাকার বকশীবাজার স্থাপিত বিশেষ জজ-৫ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দিবেন।

এই মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রায়কে কেন্দ্র করে বাংলাদেশের মত বেলজিয়াম বিএনপির নেতাকর্মীরাও উদ্বিগ্ন। তারা ইউরোপিয়ান কমিশনের সামনে জড়ো হয়ে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে প্রতিবাদ জানান। এ সময় তারা ‘আমার নেত্রী আমার মা বন্দি হতে দিব না’, ‘সেইভ বাংলাদেশ, সেইভ গণতন্ত্র’ স্লোগান দেন।

বেলজিয়াম বিএনপির নেতারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রেখে সরকার ফের পাতানো নির্বাচন করতে চাইছে। প্রবাসের লাখো জাতীয়তাবাদীর সৈনিক ও দেশের কোটি জনতা সরকারের এই কূট কৌশল সফল হতে দেবে না।

বিক্ষোভ শেষে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেডরিকা মোগারীনি বরাবর বেলজিয়াম বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমদ সাজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, হল্যান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান চুটন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন আহমদ, বেলজিয়াম বিএনপির সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস, গোলাম নবী শ্যামল, হাসান রাকিব প্রধান, কবির আহমদ, আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ম-সম্পাদক হারুন-অর রশিদ, যুগ্ম-সম্পাদক আশিক আহমদ বাপ্পি, সহ যুগ্ম-সম্পাদক জসীম মোল্লা, তাহসিক হক ওসমান, হাসান লিটন, আবু সাঈদ, দফতর সম্পাদক ফখরুল ইসলাম পাপন, সহ-দফতর সম্পাদক মাহমুদল হক মমো, মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা সালাম মলি, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসিক আহমদ, বিএনপি নেতা মাসুম পারভেজ শহিদুল্লাহ, মিসেস রেহানা, শহিদুল হক প্রমুখ, বেলজিয়াম যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল আহসান বাবু, যুগ্ম-আহ্বায়ক সাইফ উদ্দিন ইরান, মোস্তফা বাবু, ইসমাইল হোসেন ফরহাদ, শাখাওয়াত হোসেন রাফি, যুবদলের সদস্য সৈয়দ তারেক উজ্জামান কাজল, হারুন মিয়া, হাবিব নুর নবী, সুমন আউয়াল, মারহান মিসু নুরু হোসেন, বেলজিয়াম স্বেচ্ছাসেবক দল নেতা কাজী আমজাদুল হক দিপু প্রমুখ।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১:৩৬ অপরাহ্ণ