১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

পুরনো প্রেম কি জোড়া লাগছে?

বিনোদন ডেস্ক:

শিরোনামে লেখা প্রশ্নটি নেটিজেনদের। সাবেক প্রেমিক-প্রেমিকা জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের একটি ছবিকে ঘিরে যে প্রশ্নটির জন্ম হয়েছে। অনেকদিন থেকেই আলাদা এই যুগল। কাপুর থেকে আলাদা হয়ে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা চুটিয়ে প্রেম করছেন সেটাও অনেকদিন হয়ে গেল। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি ছবির কারণে সকলের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন- তবে কি সিংকে ছেড়ে আবার কাপুর পরিবারে ফিরে যাচ্ছেন দীপিকা?

আলোচিত ওই ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, সঞ্জয় দত্তের বায়োপিকের র‌্যাপ আপ পার্টিতে যোগ দিয়েছেন দীপিকা। ছবি আর ক্যাপশন দেখা মাত্রই চক্ষু চড়কগাছ হয় অনেকেরই। প্রশ্ন জাগে, হঠাৎ রণবীরের ছবির পার্টিতে কী করছেন দীপিকা? তবে নেটিজেনদের এই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে ইনস্টাগ্রামের ‘গ্ল্যামার অ্যালার্ট অফিশিয়াল’নামের একটি অ্যাকাউন্ট।

‘গ্ল্যামার অ্যালার্ট অফিশিয়াল’ওই ছবিটি পুনরায় পোস্ট করে জানিয়ে দেয়, এটি একটি বানানো ছবি। পুরো ছবিটাই ফোটোশপে করা। তবে এত নৈপুণ্যের সঙ্গে ছবিটি ফোটোশপ করা হয়েছে যে, এই ফেক ছবির নির্মাতাকে সালাম জানানো ছাড়া কোনও উপায় নেই।

এই প্রথম নয়। এর আগেও রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের ছবি ফোটোশপের মাধ্যমে এক করে গুঞ্জন তোলা হয়েছিল। কিন্তু এই নিয়ে দীপিকা পাড়ুকোন বা রণবীর কাপুর সব সময়ই মুখে কুলুপ এঁটেই রেখেছিলেন। কেউই কোনও মন্তব্য করেননি।

ব্রেক আপের  পরে পরিচালক করণ জোহারের রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’ -এ গিয়ে  সাবেক প্রেমিক রণবীরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন দীপিকা। কিন্তু আস্তে আস্তে দীপিকার মন থেকে সব ঘা-ই শুকিয়ে গেছে। এক সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ও ‘তামাশা’ছবি দুটিও করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ