১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

ডি মারিয়ার বাড়িতে তল্লাশি

স্পোর্টস ডেস্ক:

মেসি-নেইমারের পর কর সংক্রান্ত ঝামেলায় নতুন করে নাম লেখালেন পিএসজি তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এ নিয়ে আর্জেন্টাইন এই তারকার বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ছিলেন ফ্রান্সের দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরাও।

ডি মারিয়ার সঙ্গে ইমেজ রাইট সংক্রান্ত চুক্তি করেছিল পিএসজি। কিন্তু নিজের ইমেজ রাইটস থেকে যে অর্থ পেয়েছেন তা আয়কর বিভাগকে জানাননি, এমন অভিযোগের ভিত্তিতেই আর্জেন্টাইন ফুটবলারের বাড়িতে গিয়ে উপস্থিত হয় পুলিশ। পাশাপাশি তল্লাশি চালানো হয়েছে পিএসজির সদরদপ্তরেও।

এদিকে পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়দের স্বচ্ছতা প্রমাণ করতে প্রয়োজনীয় যাবতীয় তথ্য আয়কর বিভাগ ও পুলিশকে সরবরাহ করবে ক্লাব কর্তৃপক্ষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ