১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

ত্রিশালে বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এসময় আটক করা হয়েছে আরও পাঁচ ডাকাতকে।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাঠাল এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, রাতে ত্রিশাল উপজেলার কাঠাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এক দল ডাকাত। এমন সংবাদে অভিযান চালায় ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে আশরাফুল নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আটক করা হয় পাঁচ ডাকাতকে। উদ্ধার করা হয় ধারালো অস্ত্র।
ডাকাতদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মলয় ও এক কনস্টেবল আহত হন বলেও দাবি করেছেন ওসি।
ওসি হোসেন গাজী জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ