১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

ভালোবাসা দিবসে ফুড ফেস্টিভ্যাল

বিনোদন ডেস্ক:

ভালোবাসা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন শোবিজ এন্টারটেইনমেন্ট আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী আয়োজন করতে যাচ্ছে ‘কার্নিভাল অব লাভ’ শিরোনামে বর্ণাঢ্য মনোজ্ঞ অনুষ্ঠানের।

তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ‘ধানমন্ডি রবীন্দ্র সরোবর’ দিন ভর মিলনমেলা, বিভিন্ন খেলাধুলা, ভ্যালেনন্টাইনের সেরা জুটি, ইটিং কম্পিটিশন, ডুয়েট ক্যারাকুয়ে, সেলিব্রেটি আড্ডা, রেড কার্পেট, এসএমএস কন্টেস্ট, সেলফি-জোন, মজার টকশো, বিশেষ নাটক প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও বহুরূপী সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠানের সমাহার যা বিশ্বজুড়ে সরাসরি প্রচার করবে এসএটিভি।

এছাড়াও থাকবে ফুড ফেস্টিভ্যালে শীতকালীন ও বসন্তের বাহারি খাবারের ব্যাপক আয়োজন। ফুড ফেস্টিভ্যালে দেশী-বিদেশী চেইনশপ ও রেস্টুরেন্টগুলো তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ১৪ জন ব্যান্ড ও সংগীত শিল্পীরা। সেলিব্রিটি আড্ডা, টকশো, সেলিব্রিটি কাপল ফ্যাশন শো ও সংবর্ধনা অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ১৪ জন সেলিব্রিটি উপস্থিত থাকবেন এবং দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশগ্রহণ করবেন। SATV টিভি সরাসরি সম্প্রচারিত তিন দিনব্যাপী জমকালো এই অনুষ্ঠানের উদ্বোধন থেকে শুরু করে সমাপ্তি পর্যন্ত প্রায় প্রতিদিনই উপস্থিত থাকবেন মন্ত্রী ও সংসদ সদস্যরা।

দৈনকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১১:৫৮ পূর্বাহ্ণ