নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার পুঠিয়া উপজেলার তারাপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুঠিয়া বাজার এলাকার কাবিলের ছেলে পরীক্ষার্থী রাকিবুল হোসেন (১৬), সেনা সদস্য মোমিন (৩৫) ও তার ছেলে পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান (১৬)। এদের সকলের বাড়ি পুঠিয়ার তেলিপাড়া এলাকায়। নিহত দুই পরীক্ষার্থী পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থী রাকিবুল, সেনাসদস্য মোমিন ও তার ছেলে পরীক্ষার্থী মোস্তাফিজুর মোটরসাইকেলে বানেশ্বর পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। তারাপুর এলাকায় যাওয়ার পর নাটোরগামী বালিবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পুনরায় ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে দুই পরীক্ষার্থী ও হাসপাতালে নেয়ার পথে বাবা সেনা সদস্য মোমিন মারা যান। পরে পুঠিয়া থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বালিবাহী ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ