১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

এ যুগের শিরি-ফরহাদ

বিনোদন ডেস্ক:

কিংবদন্তি প্রেম কাহিনি শিরি-ফরহাদ। তাদেরকে নিয়ে অনেক নাটক, সিনেমা নির্মিত হয়েছে। তারা আবারো আসছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’তে। তবে নায়ক-নায়িকার নামই শুধু মিল, কাহিনি সম্পূর্ণ ভিন্ন। এমনটা জানালেন পরিচালক। শিরি-ফরহাদ রূপে দেখা যাবে মাহি ও সাইমনকে।

রোববার সকাল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে মানিকগঞ্জে। সাইমন সিনেমাটিতে তার অভিনীত চরিত্র সম্পর্কে বলেন, ‘আমি একজন বাউল। গান-বাজনা করে চলি। মাহি সারাক্ষণই আমার পিছনে লেগে থাকে। একটু আধটু ভুল হলেই বকাঝকা করে।’ পরিচালক মানিক বললেন, ‘দুজন দুই স্বভাবে হলেও মনে মনে তারা একে অপরকে ভালোবাসেন। সাইমনও ইচ্ছে করে বোকামি করেন, এতে করে মাহি আরও বেশি তাকে বকাঝকা করেন। বেশ অন্যরকম রসায়ন তাদের।’

পরিচালক জানালেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ছবির প্রথম দফার শুটিং হবে। ‘আনন্দ অশ্রু’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ আসাদ জামানের। ১৯৯৭ সালে একই নামে শিবলী সাদিকের পরিচালনায় একটি সিনেমা মুক্তি পেয়েছিলো। তবে সালমান-শাবনূর অভিনীত সিনেমাটির রিমেক নয় এটি, এমনটাই জানালেন পরিচালক।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ