১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০৮

শ্রীপুরে সড়কে নিহত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকা থেকে রবিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত যুবকের (২২) লাশ উদ্ধার করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সুজন জানান, রবিবার গভীর রাতে মহাসড়কের নয়নপুর অটো স্পিনিং কারখানার সামনে যুবকটি মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তবে সোমবার সকাল পর্যন্ত নিহতের নামপরিচয় জানা সম্ভব হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১১:১৪ পূর্বাহ্ণ