১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

নায়কোচিত তাসকিন

বিনোদন ডেস্ক:

‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তাসকিন রহমান। নীল চোখের এ যুবক মিউজিক ভিডিও’র নায়ক হিসেবে কেমন? সম্প্রতি অদিতের ‘বলে দাও’ শিরোনামের গানের ভিডিও’র মডেল হয়েছেন তিনি। সাথে আছেন এ সময়ের আরেক আলোচিত মুখ শেহতাজ। গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে রোববার সন্ধ্যায়।

তাসকিন-শেহতাজের প্রাণবন্ত অভিনয় ভিডিওটিকে দিয়েছে নতুন মাত্রা। আর নির্দেশনা দিয়েছেন তাসকিনেরই বড় ভাই জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর করেছেন অদিত, হাসিব ও দোলা। সংগীতায়োজনে অদিত।

অদিত বলেন, ‘গানটির তৈরির পর অংশু ভাই এবং আমি যে গল্পের কথা চিন্তা করি সেটার জন্য তাকসিনকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। ভিডিওতে সে দুর্দান্ত অভিনয় করেছে। তাসকিনের কাজে আমরা মুগ্ধ। শেহতাজও দারুণ করেছেন।’ ‘বলে দাও’ একটি রোমান্টিক ট্র্যাক। মূলত ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ হয়েছে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ