চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আজ থেকে আমদানি-রফতানি বন্ধ করা হয়েছে। পাথর আমদানির ক্ষেত্রে জটিলতার সমস্যা সমাধান না হওয়ায় সোমবার থেকে মহদীপুর স্থলবন্দরে আমদানি-রফতানিসংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন।
গতকাল মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী নিখিল চন্দ্র ঘোষের স্বাক্ষরিত একটি পত্রে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপকে সোমবার থেকে মহদীপুর স্থলবন্দরে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে আজ সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে কোনো ধরনের পণ্য প্রবেশ করছে না। এদিকে ভারতের মহদীপুর বন্দরের ট্রাক পার্কিং কেন্দ্রে গত ২১ জানুয়ারি থেকে প্রায় সাড়ে তিন হাজার ভারতীয় পাথরভর্তি ট্রাক আটকা পড়েছে বলে মহদীপুর স্থলবন্দরের এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি নিক্ষিল চন্দ্র ঘোষ জানিয়েছেন।
প্রসঙ্গত গত ২১ জানুয়ারি থেকে সোনামসজিদ স্থলবন্দরের পাথর আমদানিকারকরা অগ্রিম রাজস্ব পরিশোধ করে পাথর আমদানি করবে না বলে মহদীপুর স্থলবন্দর পাথর রফতানিকারকদের নিকট জানিয়ে দেন। এ ছাড়া ভারতীয় পাথর রফতানিকারকদের জিএসপি নামে রশিদ ছাড়াই অতিরিক্ত চাঁদা না দেয়ারও সিদ্ধান্ত জানিয়ে দেন সোনামসজিদ স্থলবন্দর পাথর আমদানিকারকরা। উভয় দেশের পাথর আমদানি-রফতানিবিষয়ক জটিলতা দেখা দেয়। ফলে ১৫ দিন থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি