১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

আলিয়াকে পছন্দ নয় ক্যাটরিনার

বিনোদন ডেস্ক :

বলিউডের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক। মাঝে মধ্যে দুজনকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখাও যায়। কিন্তু আলিয়াকে অপছন্দ করেন ক্যাটরিনা কাইফ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার সঞ্চালনায় একটি রিয়ালিটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। এ সময় পরস্পরকে অপছন্দ করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে, অনেকটা মজার ছলে ক্যাটরিনা কাইফ বলেন, ‘করন জোহরের সঙ্গে আলিয়ার খুব ভালো বন্ধুত্ব। আর এ জন্য আলিয়াকে অপছন্দ করি। ’শুধু এ কারণে আলিয়াকে ক্যাটরিনা অপছন্দ করেন কি না তা সঠিকভাবে জানা যায়নি। কারণ  ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আজকাল আলিয়ার বেশ ঘনিষ্ঠা দেখা যায়। একটি সিনেমায় দু’জনে একসঙ্গে কাজও করতে যাচ্ছেন। এসব কারণে আলিয়া-ক্যাটরিনার সম্পর্কে ফাটল ধরেছে বলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে মনে করছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৯:৫৬ পূর্বাহ্ণ