আন্তর্জাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণে ৪ ভারতীয় সেনা নিহত ও একজন আহত হয়েছেন। রোববার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি। নিহতরা হলেন- ক্যাপ্টেন কপিল কুণ্ডু (২২), রাইফেলম্যান রমভতর (২৮), সুবহাম সিং (২২) ও হাবিলদার রৌশান লাল (৪২)
অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, স্বাধীন জম্মু ও কাশ্মীর সীমান্তে রোববার ভারতীয় বাহিনীর গুলিতে এক নারী ও এক কিশোর নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় বাহিনী বিনা উসকানিতে হ্যাভেলি জেলার নিজাপীর সেক্টরের গ্রামবাসীকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে। পরে তাদের সমুচিত জবাব দেয়া হয়।
হ্যাভেলি জেলার ডেপুটি কমিশনার কাশিফ হুসাইন ডন অনলাইনকে বলেন, রোববার বেলা ১১টা থেকে বিকেল চারটার মধ্যে ভারতীয় বাহিনী এসব গোলা ও মর্টারশেল নিক্ষেপ করে। তিনি জানান, জাকরের ১৬ বছর বয়সী ছেলে রাফাকাত আখৌরি বালা গ্রামে গরু চরতে গিয়ে ভারতীয় বাহিনীর শেলিংয়ে প্রাণ হারান। এছাড়া কোটলি জেলার কয়েকটি গ্রাম লক্ষ্য করে ভারতীয় বাহিনীর মর্টারশেল নিক্ষেপ করে। এতে প্লানি গ্রামের মুহাম্মদ সাদিকের মেয়ে তাসলিম বেগম (২৫) নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুঞ্চ ও রাজৌরি সীমান্তে ভারতীয় সেনা চৌকি এবং গ্রাম লক্ষ্য করে পাকিস্তান ভারী গোলাবর্ষণ করে। গুলিতে পুঞ্চতে এক কিশোরী ও এক সেনা সদস্য আহত হন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান বিনা উসকানিতে মাঝারি ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি এবং মর্টারশেল নিক্ষেপ করে। পরে তাদের সমুচিত জবাব দেয়া হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
এ নিয়ে গত তিন দিনের মধ্যে পুঞ্চতে পাকিস্তান বাহিনী দু’বার হামলা করল। গত সপ্তাহেও তারা বালাকোট সেক্টরের ভারতীয় সেনাবাহিনী এবং গ্রাম লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি এবং মর্টারশেল নিক্ষেপ করেছিল। সবমিলে ২০১৪ সাল থেকে পাকিস্তান ১৩০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। গত ১৮ ও ২২ জানুয়ারি জম্মু এলাকায় ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে পাকিস্তানের আট বেসামরিক নাগরিক ও ৬ সেনাসহ ১৪ জন নিহত হন। এতে ৬০ জন আহত এবং বহু ঘরবাড়ি ধ্বংস ও আগুনে পুড়ে যায়। এরপর পাকিস্তান পাল্টা গোলাবর্ষণ শুরু করলে রাজৌরি, পুঞ্চ, জম্মু, সাম্বা ও কাঠুয়া জেলার ৩শ’ স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। অনেক গ্রামবাসী তাদের গবাদি পশু নিয়ে সীমান্ত ছেড়ে নিরাপদে আশ্রয় নেন।
আগরতলায় রোববার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত সব সময় পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু, দেশটি থেকে যদি একটি গুলিও আসে, জবাবে অগণিত গুলি ছোড়ার হুমকি দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি আমাদের বাহিনীকে বলেছি- পাকিস্তানি বাহিনী আমাদের সীমানায় একটি গুলিও যদি করে, তোমরা অসংখ্য গুলিতে তার জবাব দিবে। এজন্য নির্দেশ আসার অপেক্ষার প্রয়োজন নেই।’
দৈনিকদেশজনতা/ আই সি