বিনোদন ডেস্ক:
কলকাতার ছবি ‘সিতারা’তে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এতে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ভারতীয় অভিনেত্রী রাইমা সেনকে। ছবিটি পরিচালনা করছেন আশীষ রায়। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেতা জাহিদ হাসান ও শাহেদ আলী সুজনকে।
ধ্রুপদী লেখক আবুল বাশারের গল্প থেকে তৈরি হবে ‘সিতারা’ ছবিটি। ভারতের কুচবিহার সীমান্ত এলাকায় ৪ ফেব্রুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে। ফজলুর রহমান বাবু বলেন, ছবিটিতে আমি চোরাচালান গ্রুপের সদস্যের চরিত্রে অভিনয় করবো। যে কি না সীমান্ত এলাকার চোরাচালানের সঙ্গে যুক্ত থাকবে।
ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। এ নিয়ে তিনি বলেন, আমি নিয়মিত গায়ক নই। কিন্তু আমার গানেরও অনেক ভক্ত রয়েছে। মূলত তাদের জন্য মাঝে মধ্যে দু-একটি গান করি। সম্প্রতি ইমন সাহার সংগীতায়োজনে ‘সিতারা’র একটি গানে কণ্ঠ দিয়েছি।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

