১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

তাড়াশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের তাড়াশে শামিদুল শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তাড়াশ থানার উপ-পরিদশর্ক মো. সাচ্চু বিশ্বাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে থানার এসআই জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কে কাটাগাড়ী বাজারে তিন রাস্তার মোড়ে শামিদুল শেখকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেটে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক শামিদুল শেখ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ