স্পোর্টস ডেস্ক:
২০০ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে যেখানে চরম ধৈয্যের পরিচয় দেয়ার কথা, সেখানে উইকেট বিলিয়ে দেয়ার মিশনে ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। চতুর্থ দিনের শেষ সেশনে তিন উইকেট হারিয়ে অনেকটা চাপ নিয়েই পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তবে মুমিনুল হক ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে লড়ছে বাংলাদেশ। তাদের ব্যাটে দ্বিতীয় ইনিংসে নিজেদের প্রথম শতরানের জুটি পেয়েছে স্বাগতিকরা। তাই অনেকটা স্বস্তি নিয়েই লাঞ্চে গেছে স্বাগতিক শিবির।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে হারিয়ে ১৮৭ রান। মুমিনুল ৭০ আর লিটোন দাস ৪৭ রান নিয়ে ব্যাট করছেন। এখনো বাংলাদেশ পিছিয়ে আছে ১৩ রানে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

