১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ইরেশ-মিমের বিয়ে আজ

বিনোদন ডেস্ক:

চাইলেও আর কিছুই গোপন রাখতে পারলেন না ছোট পর্দার অভিনেতা ইরেশ জাকের। জনপ্রিয় অভিনেত্রী মিথিলার ছোট বোন মিম রশিদের সঙ্গে তার আঙটি বদল কয়েকদিন আগেই হয়ে গেছে। সেই অনুষ্ঠানের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে কিছুক্ষণ পরেই আবার সেটি সরিয়েও নিয়েছিলেন অভিনেতা ইরেশ যাকের। তাতে মনে হয়েছিল, বিয়ে পর্যন্ত সবকিছু গোপনই রাখতে চান তারকা দম্পতি আলী যাকের ও সারা জাকেরের একমাত্র পুত্র।

আঙটি বদলের কয়েকদিন না গড়াতেই আজ রবিবার পারিবারিক ভাবে বিয়ের কাজটাও সম্পন্ন হচ্ছে ইরেশ জাকের ও মিমের। গত শুক্রবার গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে। আর আজ রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে হবে বিয়ের অনুষ্ঠান। মার্চে নেপালে বউভাত।

গত ২৭ জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক করা হয়। এসব কিছু নিশ্চিত করেছেন অভিনেতা ইরেশ যাকেরের মা অভিনেত্রী সারা যাকের। গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠানে কোমর দুলিয়ে অতিথিদের আনন্দে মাতিয়ে রাখেন মিমের বড় বোন অভিনেত্রী মিথিলা। গান গেয়ে শোনান পার্থ বড়ুয়া ও জয়িতা। সেখানে আমন্ত্রিত হয়েছিলেন ইরেশ ও মিমের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। সব মিলিয়ে ছিলেন শ খানেক অতিথি। বনানীতে ইরেশ যাকেরের বাসায় রাত ৮টা থেকে শুরু হয় অনুষ্ঠান। চলে রাত ১২টা পর্যন্ত।

প্রসঙ্গত, ইরেশের হবু বউ মিমও ছোটপর্দার একজন অভিনেত্রী। খুব বেশিদিন এ জগতে আসেননি তিনি। তাই বড়বোন মিথিলা রশিদের মতো এখনও তার নামধাম সেভাবে ছড়ায়নি। তবে বিয়ের ব্যাপারে অভিজ্ঞই বলা চলে এই উঠতি অভিনেত্রীকে। কারণ, ২০১৪ সালে ‘আয়নাবাজি’ ছবির পরিচালক অমিতাভ রেজার সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল তার। টেকেনি সে সংসার। ২০১৭ সালের শুরু দিকে বিচ্ছেদ ঘটে তাদের। সেই হিসেবে দ্বিতীয় স্বামী হিসেবে ইরেশ যাকেরকে বিয়ে করতে চলেছেন মিম। অন্যদিকে, ইরেশের এটা প্রথম বিয়ে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ