২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪২

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন হজ

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ বিদায় নিয়েছেন অনেক আগেই। তবে খেলে যাচ্ছিলেন ঘরোয়া লিগ। বিগ ব্যাশ লিগেও মেলবোর্ন রেঞ্জার্সের হয়ে দারুণভাবে খেলে যাচ্ছিলেন ৪৩ বছর বয়সী এ ব্যাটসম্যান। তবে চলমান বিগ ব্যাশ লিগের দ্বিতীয় পর্ব থেকে আর মাঠে দেখা যাবে না তাকে। শারীরিক অসুস্থতার কারণে এ মৌসুমের পরই অবসরে যাওয়ার কথা জানিয়েছেন রেঞ্জার্সের এ অভিজ্ঞ ক্রিকেটার।

মারাত্মক অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছেন হজ। একারণেই ক্রিকেট ক্যারিয়ারে সমাপ্তি টানতে হচ্ছে তাকে। হজ বলেছেন, ‘শনিবার মেলবোর্নে একটি হাসপাতালে যাই। সেখানে ডাক্তার জানিয়েছেন, আমি যদি আর ২৪ ঘণ্টাও দেরি করতাম তবে তা মারাত্মক আকার ধারণ করত।’ এর জন্য বিগ ব্যাশ লিগের সেমি ফাইনাল খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬ টেস্ট খেলা এ ব্যাটসম্যান বলেছেন, ‘এটা খুবই আনন্দময় সময়। আমি এর (বিগ ব্যাশ) সাথে যুক্ত থাকতে পছন্দ করি। আমার কথা হচ্ছে, আমি যদি কোন প্রভাব তৈরি করতে না পারি, তবে খেলবো না।’

৫১টি ফার্স্ট ক্লাশ সেঞ্চুরির মালিক হজের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে ১৯৯৩-৯৪ মৌসুমে। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ২৫ ওয়ানডে ও ১৫ টি-টুয়েন্টি খেলা এ ক্রিকেটারের অভিষেক হয় ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ওয়ানডে দিয়ে। দেশের হয়ে মাত্র ৬টি টেস্ট খেললেও এ সংস্করণে তার পারফরম্যান্সটা কিন্তু দুর্দান্ত। ১১ ইনিংসে ১ সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৫৫.৮৮ গড়ে রান করেছেন ৫০৩; সর্বোচ্চ রান ২০৩। আর ২৫ ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিতে ৫৭৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে টি-টুয়েন্টিতে ১৫ ম্যাচে মাত্র ১৮৩ রানই করেছেন তিনি।

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট লায়ন্সের হেড কোচ ছিলেন তিনি। তবে টুর্নামেন্টের ১২তম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের দায়িত্ব পালন করবেন হজ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ