বিনোদন ডেস্ক:
আইয়ারি মুক্তি পেতে এক সপ্তাহও নেই। অথচ এর মধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে মনোজ বাজপেয়ী ও সিদ্ধার্থ মালহোত্রার এই ছবিটি নিয়ে। জানা গেছে, সেন্সর বোর্ড আইয়ারিকে ছাড়পত্র দিতে রাজি হচ্ছে না। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।
সেনাবাহিনীর দুর্নীতি নিয়ে আইয়ারির গল্প এগিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেন্সর বোর্ডে পাঠানোর আগে ছবিটি তাদের দেখাতে হবে। ছবি নির্মাতাদের থেকে জানা গেছে, যেহেতু সেনাবাহিনীর ওপর তৈরি হয়েছে ছবিটি, তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে এর রিভিউ জানতে চায়। ছবি নির্মাতাদের আশঙ্কা, সেন্সর সার্টিফিকেট না পেলে আইয়ারি বিদেশে প্রদর্শন মুশকিলে পড়ে যাবে। ৯ তারিখ মুক্তি পাচ্ছে আইয়ারি। সেদিন একই সঙ্গে মুক্তি পাবে অক্ষয় কুমার-সোনম কাপুরের প্যাডম্যান।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

