১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

লেভান্ত আবারও রুখে দিল রিয়ালকে

স্পোর্টস ডেস্ক:

ফিরতি পর্বেও লেভান্তের বিপক্ষে জয়শূন্য থাকতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লা লিগায় শনিবার রাতে লেভান্তের মাঠে ২-২ গোলে ড্র করে মাদ্রিদ। এর আগে মৌসুমের শুরুতে রিয়ালের মাঠেই জিনেদিন জিদানের দলকে ১-১ গোলে রুখে দিয়েছিল টেবিলের ১৭তম স্থানে থাকা দলটি।

ম্যাচের শুরুতেই অবশ্য গোল পায় রিয়াল। ১১তম মিনিটে রিয়ালের অধিনায়ক রামোসের গোলে ১-০তে এগিয়ে যায় অতিথিরা। তবে ম্যাচের ৪২তম মিনিটে ঘানার ফরোয়ার্ড এমানুয়েল বোয়াটেংয়ের গোলে সমতায় ফেরে লেভান্তে। ম্যাচের ৮১তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর গোলে ২-১ এগিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রিয়াল। সেই স্বপ্ন অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি স্বাগতিকদের ইতালিয়ান ফরোয়ার্ড জামপাওলো পাজ্জিনি। ম্যাচের ৮৯ মিনিটে তার দুর্দান্ত এক কোনাকুনি শট রিয়ালের জাল খুঁজে পেলে সমতায় ফেরে লেভান্তে।

এ ড্রয়ের ফলে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭। বার্সার চেয়ে ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪০।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ৯:৫০ পূর্বাহ্ণ