২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৪

ফ্রি বিশেষজ্ঞ সেবা দেয়া হয়েছে সিরাজুল ইসলাম মেডিকেলে

স্বাস্থ্য ডেস্ক:

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ থেকে শনিবার দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীরা এ সেবা নেন।

এদিন ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ৫০ শতাংশ হ্রাসকৃত মূল্যে রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সেবা দেয়া হয়। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা নেয়া রোগীদের জন্য দ্বিতীয় সাক্ষাৎকারও ভিজিটমুক্ত রাখা হয়েছে।

হাসপাতালের সিইও এবং অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে বলেন, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মানবতার সেবায় নিয়োজিত। সব শ্রেণির রোগীরা এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা প্রায়ই অস্বচ্ছল রোগীদের জন্য বহির্বিভাগে ফ্রি মেডিকেল ক্যাম্প করি। যাতে তারাও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে পারেন।

তিনি আরও বলেন, শনিবার হাসপাতালটির বহির্বিভাগে সার্জারি, গাইনি ও অবস, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্ম ও যৌন এবং দন্ত বিভাগে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৮:১২ অপরাহ্ণ