করোনাভাইরাস মোকাবিলায় দেশের স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন,‘করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেখানে দায়িত্বে থাকবে সেনাবাহিনী।’
বিদেশে যারা অবস্থান করছে তাদের এই মুহূর্তে দেশে আসার পরামর্শ দেন মন্ত্রী।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮ হাজার ৯৬১ জন নিহত হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।