১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৫

বিশেষ ফ্লাইটে সৌদি থেকে আসছেন ৩৮৩ যাত্রী

সৌদি এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে দেশটির কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ৩৮০ যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন।  ফ্লাইটে ওমরাহ যাত্রীরা রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টায় কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি (এসভি ৩৮০৫) রওনা দেয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাইটটি শাহজালালে অবতরণের কথা রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ।

গত ১৫ মার্চ থেকে সৌদি এয়ারলাইন্সের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সৌদি আরবে আটকাপড়া হজযাত্রীদের দেশে ফিরিয়ে দিতে ফ্লাইট অপারশেন চালু থাকবে বলে জানায় উড়োজাহাজ সংস্থাটি।

প্রকাশ :মার্চ ১৯, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ