দেলোয়ার হোসেন রাঙামাটির লংগদুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে রায়পুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে যোগ দেন তিনি।
দুদক কর্মকর্তা বলেন, ২০১০-১১ ও ২০১১-১২ অর্থ বছরে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ও মৎস্য প্রকল্পের ৪৩ দশমিক ২০ মেট্রিক টন চাল আত্মাসাৎ করেন লংগদু উপজেলায় দায়িত্বরত পিআইও দেলোয়ার হোসেন। এ ব্যাপারে তৎকালীন এক ইউপি সদস্য দুর্নীতি দমন কমিশনে দুইটি অভিযোগ করেন।
অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে ২০১২ সালের ২৭ মার্চ দুটি মামলা করে দুদক। দুই মামলার পলাতক আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা /এন আর