১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৮

মানিকগঞ্জে পুলিশের অভিযান বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিবেদক:

মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘ধ্বংসাত্মক কাজের সঙ্গে লিপ্ত হতে পারে- এমন আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।’

পুলিশের এই ধরপাকড়ের প্রতিবাদ জানিয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ কবির জিন্নাহ বলেন, ‘৮ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। সেই সমাবেশে যেন উপস্থিত হতে না পারে, সে জন্যই দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।’

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রফি অপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পৌর ছাত্রদলের নেতা মুরাদ হোসেন, ইউসুফ আলী, আরিফ হোসেন, মারুফ হোসেন, নুরুল ইসলাম, সিঙ্গাইর সদরের ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু, জয়মন্টবের সাবেক চেয়ারম্যান হাবিবুল আলম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সেলিম হোসেন, আতাউর রহমান আতা, সুরুজ খান ও জাহাঙ্গীর আলম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ