১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

আবার গান রিলিজ করছেন জাহিদ রহমান

বিনোদন ডেস্ক:

প্রায় দুই বছরের মত বিরতির পর আবারও গান রিলিজ করতে যাচ্ছেন জাহিদ রহমান। গোধূলি আলোয়-এক, দুই এবং ইমোশন্স অফ মাই হার্ট গানগুলোর মাধ্যমে রেকর্ডিং জগতে প্রবেশ করেন তিনি। ২০১৪-১৫ সালে কয়েকটি ভিন্ন ধাঁচের গান উপহার দিয়ে আরএনবি আর্টিস্ট হিসেবে আলোচনায় আসেন তিনি। এরপর হঠাৎ করেই বিরতি নেন তরুণ প্রজন্মের এই শিল্পী। এবছর তার নতুন গানটি ভালোবাসা দিবস উপলক্ষে FATE OF MINE শিরোনামে অনলাইনে সকল প্লাটফর্মে পাওয়া যাবে।

বরাবরের মতো এবারও তিনি নিজেই তার গানের কথা ও সূর করেছেন। তিনি আরও জানান, এ বছর থেকে আবার সঙ্গীত জগতে নিয়মিত হবেন। নতুন গানের ব্যাপারে তিনি বলেন, আগের গানগুলোর মত এই গানটিও আরএনবি ফরম্যাটে থাকবে। তবে ভ্যারিয়েশন হয়েছে মিউজিকে। মিউজিক হবে ইডিএম নির্ভর। বলতে পারেন আরএনবি ইডিএম ফিউশন অথবা আরএনবি ইডিএম ট্র্যাপ মিক্স। আর মিউজিক ভিডিওসহ করব আশা করছি।

তার আগের গানগুলো জনপ্রিয়তা পেলেও যুগোপযোগী কোন ভিডিও ছিল না। ২০১৮ থেকে তার শ্রোতা চাহিদা অনুযায়ী সকল গানের ভিডিওসহ প্রকাশ হবে বলে তিনি জানান। সময় পর্যাপ্ত হলে আগের গানগুলোর অফিসিয়াল ভিডিও নির্মাণ করবেন।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১:৩৩ অপরাহ্ণ