১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫১৩

স্পোর্টস ডেস্ক:

মাহমুদউল্লাহ রিয়াদ কি ট্রাজিক হিরো? হতে পারেন। তার প্রমাণ তো পাওয়া যায় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। তিনি লড়াকু ৭৬ রানের ইনিংস খেললেও পাশে পাননি কোন সতীর্থকে। ম্যাচও হেরেছে বাংলাদেশ। দলের সবাই যেখানে ব্যর্থ সেখানে সফল এই ৩১ বছর বয়সী অল রাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানের ইনজুরির কারণে পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। আর পেয়েই খেলেছেন ক্যাপ্টেনস নক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে দ্রুত তিন উইকেট হারানোর পর সব শঙ্কা দূর করে দলের সংগ্রহ নিয়ে গেছেন ৫১৩ রানে।

প্রথম দিনের ৯০ ওভারের পর তার অপরাজিত ৮৩ রানের লড়াকু ইনিংসেই দ্বিতীয় দিন অল আউট হওয়ার আগে আরো ৩৯.৫ ওভার ব্যাট করেছে দল। তার সাথে লেজের ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়েই সম্ভব হয়েছে প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের স্কোর গড়া। অথচ দ্বিতীর দিনের শুরুটা হয়েছিল আগের দিনে ১৭৫ রানে অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হকের ডাবল সেঞ্চুরির সম্ভাবনা দিয়েই। কিন্তু দিনের তৃতীয় ওভারের চতুর্থ বলে লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের কাছে পরাজিত হন মুমিনুল। আগের দিনের সংগ্রহের সাথে মাত্র ১ রান যোগ করে ১৭৬ রানে ফিরে যান তিনি। দলীয় সংগ্রহ তখন ৩৭৬ রান।

হেরাথ দলীয় ৩৯০ রানে আবার ধাক্কা দেন টাইগারদের ইনিংসে। ব্যক্তিগত ৮ রানে তিনি ফেরান নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম দিন ৪ উইকেটে ৩৭৪ রান তোলা বাংলাদেশ আর ৩৯০ রান করতেই হারায় ৬ উইকেট। অন্যপ্রান্তে মাহমুদউল্লাহ তার দুই সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন মেহেদি হাসান মিরাজ। তিনি ওয়ানডে স্টাইলে ব্যাট করে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন। তবে ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে ৪১৭ রানে দলীয় সপ্তম ব্যাটসম্যান হিসেবে উইকেট হারান। সাজঘরে ফেরার আগে মিরাজ ১৯ বলে ২০ রান করেন।

এরপর সানজামুল ইসলামকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ গড়েন দিনের আসল প্রতিরোধ। মূলত বাঁহাতি স্পিনার সানজামুলের সাথে তিনি ৫৯ রানের জুটি গড়েন। এই জুটিতেই বাংলাদেশের ৫০০ রানের স্বপ্ন হাতের মুঠোয় চলে আসে। লাঞ্চবিরতির পর প্রথম বলেই ক্যারিয়ারের ১৫তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। তবে পরের ওভারেই লঙ্কান চায়নাম্যান বোলার সান্দাকান লাকশান সান্দাকানের বলে স্টাম্পিংয়ের শিকার হন সানজামুল। দলীয় সংগ্রহ তখন ৮ উইকেটের বিনিময়ে ৪৭৫ রান।

তবে পরের ওভারে দলীয় ৪৭৮ রানে নবম উইকেট হিসেবে তাইজুল ইসলাম সাজঘরে ফিরলে বাংলাদেশের ৫০০ রান পূর্ণ করা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিল। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান দূর করেছেন সেই আশঙ্কা। ২১ বলে ৮ রান করে তিনি দারুণ সঙ্গ দিয়েছেন সেট ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে। তাদের ৩৫ রানের শেষ উইকেট জুটিই ৫০০ রান পার করিয়েছে বাংলাদেশকে। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ আউট হলেও মাহমুদউল্লাহ ছিলেন অপরাজিত। আগের দিন কোন উইকেট না পেলেও এদিন হেরাথ নিয়েছেন তিন উইকেট। তিন উইকেট পেয়েছেন লঙ্কান পেসার সুরঙ্গা লাকমালও। সান্দাকান পেয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস : ১২৯.৫ ওভারে ৫১৩ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মোস্তাফিজ ৮; লাকমাল ৩/৬৮, লাহিরু ০/৭৯, পেরেরা ১/১১২, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ০/১২)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১:৩১ অপরাহ্ণ