বিনোদন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজের ঘরেই মিলেছে এক টিভি তারকা মরদেহ। তার মৃত্যুতে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন।টিভি সিরিয়াল গ্লি-তে অভিনয় করে মার্কিন মুল্লুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেন মার্ক সালিং।
ধারণা করা হচ্ছে- এই মার্কিন তারকা আত্মহত্যা করেছেন। বছর ৩৫ এর এই তারকা কেন আত্মহত্যা করলেন সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। অনেকেরই ধারণা, মার্কি সালিংকে খুন করা হয়েছে। তদন্ত স্বার্থে মুখ খোলছে না পুলিশ।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

