স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ সময় পর অধিনায়কত্ব ফিরে পেয়েও ইনজুরির কারণে মাঠের বাইরে সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে বুধবার সকালে শুরু হওয়া প্রথম টেস্টে অধিনায়কত্ব করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। খেলা দেখতে সকালে চট্টগ্রাম পৌঁছেছেন সাকিব।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। এক্স-রেতে দেখা যায়, আঙুলের গোড়ার দিক মচকে গেছে। চিকিৎসকেরা বলেছেন, অন্তত এক সপ্তাহ সাকিবকে মাঠের বাইরে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময় লাগলে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টটি খেলতে পারবেন না।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

