১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

শীতের দিনে ফুলস্লিভ

লাইফ স্টাইল ডেস্ক:

হালকা শীতের ফ্যাশনেবল পোশাকটা কেমন হবে এ নিয়ে নানা রকম ভাবনা। তাই ফ্যাশন সচেতন ছেলেদের কাছে ফুল স্লিপ টি-শার্ট জায়গা করে নিয়েছে সহজেই। কারণ হল, হালকা শীতে ফুল স্লিপ টি-শার্ট পরতে যেমন আরামদায়ক ঠিক তেমনি ফ্যাশনেবলও বটে। বিশেষ করে ফ্যাশনপ্রিয় কিশোর এবং তরুণদের কাছে ফ্যাশনেবল পোশাকের তালিকায় শীর্ষে রয়েছে ফুল স্লিপ টি-শার্ট। যদিও সব বয়সীরাই ফুল স্লিপ পরছেন এখন। অনেকে আবার ফুল স্লিপ পলো টি-শার্ট, হালকা সোয়েটার বা ডেনিম শার্টও পরে।

তবুও তরুণদের কাছে একটু বেশি প্রাধান্য পাচ্ছে ফুল স্লিপ টি-শার্ট। কেননা ফরমাল, জিন্স কিংবা গ্যাবার্ডিন যে কোনো প্যান্টের সঙ্গেই এটি স্মার্ট দেখায়। শীতের এই সময়ে উষ্ণতার পরশ নিতে ফ্যাশন ও ট্রেন্ড বজায় রেখে চলছে শীতের পোশাক কেনার ধুম। হিম কুয়াশায় আর সন্ধ্যায় ঝিরঝিরে বাতাসকে ফাঁকি দিয়ে কিশোর এবং তরুণরা মেতে উঠছে শীত ফ্যাশনে। শীতে তারুণ্যের পোশাক মানেই যেন চোখে ভেসে ওঠে পায়ে কনভার্স, পরনে জিন্স ও ফুল স্লিভ টি-শার্ট। সবাই এখন এই হালকা ঠাণ্ডা আবহাওয়াকে পোষ মানাতে ফুল স্লিভ ড্রেসের দিকেই বেশি ঝুঁকছেন। তাই ক্যাজুয়াল লুক নিতে চাইলে টি-শার্টের চেয়ে ভালো আর কী আছে।

তাই হালকা এই পোশাকটি পরলে বেশ আরামবোধ হয়। এই পোশাক পরে হালকা গরম ও হালকা ঠাণ্ডা অর্থাৎ মিশেলি আবহাওয়ায় বেশ মানিয়ে চলা যায়। বাসা হোক কিংবা বাইরে, যে কোনো জায়গাতেই ফুল স্লিভ টি-শার্ট বেশ মানানসই। তাই হালকা শীতের মধ্যে সব ফ্যাশনেবলদের কাছেই এ পোশাকটির চাহিদা সবচেয়ে বেশি থাকে।

যেখানে পাবেন

ইজি, প্লাস পয়েন্ট, এক্সট্যাসি, ক্যাটস আই, লারিভ ডিমান্ড ফিল্যান্ড, ইনফিনিটি দর্জিবাড়ি জেন্টল পার্ক, রনেশন, বালুচর, এক্সটাসী ওকোড, ব্যাং, ইয়েলো, ওয়েসটেক্স অন্যতম।

হুডি টি-শার্ট এবং যে কোনো ধরনের হুডির জনপ্রিয়তা নিয়ে ইজি ফ্যাশন হাউসের কর্ণধার তৌহিদ চৌধুরীর বলেন, ফুল স্লিপ টি-শার্ট এটি ফ্যাশনেবল একটি পোশাক। শীতের শুরুতে এবং শেষ দিকে সব ফ্যাশনপ্রেমী তরুণরা ও সব বয়সের মানুষ ফুল স্লিপ টি-শার্ট বেছে নেয়। আমি মনে করি আমরা এবার অনেক বেশি কালার ও ডিজাইন করেছি। আমাদের প্রায় সব পোশাকই সুতি কাপড়ের তৈরি। ইজির ফুল স্লিপ টি-শার্টের দাম পড়বে ৬০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত।

শুধু ফ্যাশন হাউসগুলোই না, রাজধানীর নিউমার্কেট, বঙ্গবাজার, ধানমণ্ডি হকার্স মার্কেটসহ নগরীর অভিজাত শপিং মলগুলোতেও খুঁজে পাবেন আপনার সঙ্গে মানানসই হরেক রকম ফুল স্লিভ টি-শার্টের কালেকশন।

দরদাম

ব্র্যান্ডের ফুল স্লিভ টি-শার্টগুলোর দাম পড়বে ৭০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। তবে নিউমার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেটে এগুলোর দাম পড়বে ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১:২০ অপরাহ্ণ