স্পোর্টস ডেস্ক:
তামিম ইকবাল ফিফটি তুলে নিয়ে আউট হয়েছিলেন। আরেক ওপেনার ইমরুল কায়েসও এগিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকেই। কিন্তু লাঞ্চের আগে ব্যক্তিগত ৪০ রানের মাথায় লাকসান সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন ইমরুল। তবে তিন নম্বরে নেমে ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারে ১৩তম ফিফটি পেলেন মুমিনুল। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ৩৭ ওভার শেষে ২ উইকেটে ১৭১ রান। মুমিনুল ৬৩ ও মুশফিকুর রহীম ১৩ রান নিয়ে ব্যাট করছেন। লাঞ্চের পর দ্বিতীয় সেশনের শুরুতেই ফিফটি তুলে নেন মুমিনুল। ৫৯ বলে ফিফটি পূরণ করেন তিনি। ৩৫তম ওভারের চতুর্থ বলে রঙ্গনা হেরাথকে চার মেরে ফিফটি স্পর্শ করেন মুমিনুল।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

