১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৪

১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ১৬৫০ টি স্থায়ী পদে নিয়োগ দেবে। যোগ্য ও অগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
বেতন: ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১) স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কৃষি বিজ্ঞানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। বয়স: ২৫ জানুয়ারি ২০১৮ তে সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা কোটার এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।
যারা আবেদন করতে পারবে না: কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুণা, রাজবাড়ী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদন ফরম পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু হবে ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। চলবে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির এই ওয়েবসাইট (http://daesaao.teletalk.com.bd) ভিজিট করুন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ৮:৫৭ অপরাহ্ণ