১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

‘ভালো থেকো’র প্রচারে শুভ-তানহা

বিনোদন ডেস্ক:

জাকির হোসেন রাজু পরিচালিত, আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। ছবিটি প্রযোজনা করেছে অভি কথাচিত্র। ছবি মুক্তিকে কেন্দ্র করে এখন প্রচারে ব্যস্ত সময় পার করছেন শুভ-তানহা।

তানহা তাসনিয়া এনটিভি অনলাইনকে বলেন, “আগামী ২ তারিখ ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পাচ্ছে। সময় দ্রুত চলে যাচ্ছে। আর মাত্র তিন দিন বাকি। এখন ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছি। দম ফেলার সময়টুকুও পাচ্ছি না। সব টিভি চ্যানেল, পত্রিকা, অনলাইনে সময় দিচ্ছি। বৃহস্পতিবার পর্যন্ত ডেট দেওয়া আছে। আমি আর শুভ ভাই একসঙ্গে সব অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সবার প্রশংসায় আমাদের আগ্রহ আরো বেড়ে গেছে। আশা করি, ছবিটি সবাই পছন্দ করবেন।” শুভকে নিয়ে তাহনা বলেন, ‘আমি এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছি আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে। সিনিয়র শিল্পী হলেও তিনি আমার সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছেন। সহশিল্পী হিসেবে আমাকে অনেক সাহায্য করেছেন। আমাদের বোঝাপড়াটা ভালো। আশা করি, আমাদের রসায়ন দর্শক পছন্দ করবেন।’

তানহা আরো বলেন, ‘আমি চলচ্চিত্রকে ভালোবেসে কাজ করি। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল, আমি চেষ্টা করেছি ভালো করতে। সবাইকে বলব, আপনারা হলে এসে ছবিটি দেখুন, তবেই ভালো থাকবে আমাদের চলচ্চিত্র অঙ্গন।’ ছবিটির প্রযোজনা সংস্থা অভি কথাচিত্রের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে। তবে হলের সংখ্যা দেড়শও হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ১২:২৩ অপরাহ্ণ